সিলেটে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণ

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণ করলো বাংলাদেশ পুলিশের সিলেট ইউনিটের সকল বিভাগ। ‘পুলিশ মেমোরিয়াল ডে’ ২০২৩ উপলক্ষে বুধবার (০১ মার্চ) দুপুরে সিলেট পুলিশ লাইন্সে শহীদ বীরমুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তানে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে প্রতি বছর ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালনের জন্য বাংলাদেশ পুলিশ সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সিলেটের যে সকল গর্বিত পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় দেশের বিভিন্ন প্রান্তে নিহত হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে সিলেট বিভাগের সকল পুলিশ ইউনিটের সমন্বিত উদ্যোগে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের শহিদ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দুপুর ১২টায় শহীদ বীরমুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম, সিলেট আরআরএফ এর কমাডেন্ট (অতিরিক্ত ডিআইজি) মো. হুমায়ূন কবীর, জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, র‍্যাব-৯ এর অধিনায়ক মো. মোমিনুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারোয়ার।

এছাড়া এসএমপি, সিলেট রেঞ্জ, সিলেট জেলা, এপিবিএন, হাইওয়ে পুলিশ, সিআইডি, পিবিআই ও টুরিস্ট পুলিশের প্রতিনিধি সহ সর্বস্তরের অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগণ নিহত পুলিশ সদস্য- এসআই নূর মোহাম্মদ শিকদার, এসআই সমরুল ইসলাম, কনস্টেবল এমরান হোসেইন, কনস্টেবল চম্পক রঞ্জন দাস, কনস্টেবল মো. বদরুল আলম, এসআই (নি.) মো. ইসমাইল আলীর পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।

এসময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যগণ পুলিশকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেপ্তারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যগণ অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। যেকোন জাতীয় দুর্যোগে পুলিশ বাহিণীর সদস্যগণের চরম ধৈর্য্য, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ কার্যক্রম সকল মহলে প্রশংসিত হয়। কর্তব্য পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হয়ে থাকেন। দায়িত্ব পালনকালে তারা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে।

সারা বাংলাদেশে নিহত পুলিশ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।