সিলেটে কমেছে জিপিএ-৫

লতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৪৫২ জন। যা গত বছরের থেকে ২ হাজার ১১৩ জন কম।

শুধু তাই নয়, এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। যেখানে পাশের হার গত বছরের চেয়ে ২ দশমিক ৭৬ শতাংশ কমেছে।

ফলাফল বিশ্লেষনে দেখা যায়, ২০২১ সালে সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪৮৩৪ জন। ২০২২ সালে রেকর্ড জিপিএ-৫ পায় ৭৫৬৫ জন। তবে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৪৫২ জনে।

পাশের হার এবং জিপিএ-৫ কমার কারণ হিসেবে গণিতের কঠিন প্রশ্নকে দায়ী করেছেন বোর্ড কর্মকর্তারা।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল জানান, এবছর পরীক্ষার সময়টা এগিয়ে আনা হয়েছে, ফলে তুলনামূলক প্রস্তুতির কম সুযোগ পেয়েছে। তাছাড়া গণিতের প্রশ্ন অনেক কঠিন হয়েছে। যেকারণে ফলাফলে এর প্রভাব পড়েছে।

তিনি বলেন, পাঠদান কিভাবে করবে এসব বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়, পরামর্শ দেওয়া হয়। তবে ভালো ফলাফলের শিক্ষকদেরকেও আরো বেশি দায়িত্বশীল হতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ বাড়াতে হবে।

সিলেট ভয়েস/এএইচএম