সিলেটে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
শাহী ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এর আগে বয়ান পেশ করবেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন কাশেমি।
এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় পৃথক ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় এবং হযরত শাহজালাল (র) এর মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় আরও দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সিলেট মহানগরে মোট ৪৩৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৪৭টি মসজিসে ও ৯০টি ঈদগাহে হবে ঈদের জামাত।
আর সিলেট জেলায় মোট ২ হাজার ৫৮৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে মসজিদে হবে ২ হাজার ২৩৯টি ও ঈদগাহে হবে ৪৪৭টি ঈদ জামাত।