আজ ১০ ডিসেম্বর ভ্যাট দিবস। ১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ সফলভাবে উদযাপন করার লক্ষ্যে মূসক বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে দুই দিনের জন্য ৫টি ভ্যাট বুথ চালু হচ্ছে। একইসাথে মূসক/ভ্যাট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
রোববার ১১ ডিসেম্বর, সোমবার ১২ ডিসেম্বর ও মঙ্গলবার ১৩ ডিসেম্বর সিলেটের বিভিন্ন উপজেলায় আবগারী ও ভ্যাট বিভাগের উদ্যোগে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভ্যাট বুথের কার্যক্রম চলবে। এছাড়া ১১, ১২ ও ১৩ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা করে মূসক/ভ্যাট বিষয়ে গ্রাহকদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
সংশ্লিষ্টরা জানান, সিলেটে ৩য় বারের মত চালু হচ্ছে ভ্যাট বুথের স্টল। ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করা, ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনিবন্ধিত প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট নিবন্ধন, অনলাইনে ভ্যাট রিটার্ন, অনলাইনে কর পরিশোধ ও ইএফডি ব্যবহার, মূসক-৬.৩ ইস্যুসহ সকল ধরনের আইনি সহযোগিতা প্রদানে এবং করদাতাদের সুবিধার্থে এই ভ্যাট বুথের কার্যক্রম শুরু করা হচ্ছে।
তারা জানান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের উদ্যোগে ও আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেট এর সহকারী কমিশনার প্রণয় চাকমার প্রচেষ্টায় পর্যটন নগরী সিলেটের প্রাণকেন্দ্র ছাড়াও বিভিন্ন উপজেলায় ৩য় বারের মত ৫টি বুথ স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সকল ধরনের সেবা প্রদান করা হবে।
উপজেলা পর্যায়ে যে ৫টি স্থানে ভ্যাট বুথ বসানো হয়েছে :
১. জৈন্তাপুর বাজার, জৈন্তাপুর, সিলেট।
২. মামার বাজার, জাফলং, সিলেট।
৩. সাদাপাথর হোটেল এন্ড রিসোর্ট, ভোলাগন্জ, সিলেট।
৪. ব্যবসায়ী কল্যাণ সমিতি চত্বর, মুছা মার্কেট, বিয়ানীবাজার, সিলেট;
৫. রাজভোজন রেস্টুরেন্ট, গোয়ালাবাজার, ওসমানীনগর, সিলেট।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ‘ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার বিকল্প নাই। ভ্যাট বুথ ও হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট প্রতিটি মার্কেটের ব্যবসায়ীরা যাতে উক্ত ভ্যাট বুথে এসে রিটার্ন সাবমিট করেন।’
যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি তাদেরকে নিবন্ধন গ্রহণের আহ্বান জানান তিনি।