সিলেটে ঈদের জামাতে পুলিশের কঠোর নিরাপত্তা

পবিত্র ঈদুল ফিতরের জামাতকে সামনে রেখে সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে তিনি সিলেটের প্রধান ঈদ জামাতের এই স্থান পরিদর্শন করেন।

এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা ও সেবায় সবসময় নিয়োজিত আছে। পবিত্র রমজান মাসেও আমরা চেষ্টা করেছি নগরবাসীকে স্বস্তিতে রাখার।

তিনি বলেন, ঈদের জামাতকে সামনে আমরা সিলেটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ড্রোনের মাধ্যমে নজরদারি করবো, সিসি ক্যামেরা থাকেব, হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে, আমাদের সাইবার পেট্রোলিং টিম থাকবে। সেই সাথে আমাদের ট্রাফিক পুলিশ থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে।

তিনি আরও বলেন, নগরবাসী সচেতন থাকলে ও সহযোগিতা করলে আসন্ন ঈদুল ফিতরের জামাত আমরা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পারবো।