সিলেটে অবৈধ ট্রাভেল এজেন্সিতে সাঁড়াশি অভিযান, অর্থদণ্ড

বিদেশে পাড়ি জমিয়ে জীবনমান উন্নয়নের স্বপ্নকে ব্যবহার করে প্রবাসি অধ্যুষিত সিলেটে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ট্রাভেল এজেন্সি। লাইসেন্সবিহীন এসব ট্রাভেল এজেন্সি বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে লোকজনের থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

শুধু তাই নয়, এদের মধ্যে অনেক ট্র্র্যাভেলস এজেন্সির বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মানব পাচার, অবৈধভাবে বিদেশ যেতে প্রলুব্ধ করা, টাকা নিয়ে বিদেশ না পাঠানোসহ বিভিন্ন অভিযোগও রয়েছে। যাদের ফাঁদে পা দিয়ে সিলেটের অনেক যুবক জীবনও দিয়েছেন।

এমন বাস্তবতায় অবৈধ ট্রাভেল এজেন্সির এই দৌরাত্ম্য কমাতে মাঠে নেমেছে সিলেট জেলা প্রশাসন। যাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যার নেতৃত্ব দিচ্ছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

এরই ধারাবাহিকতায় রোববার (৩০ এপ্রিল) সিলেট বন্দর বাজার এলাকাস্থ সুরমা টাওয়ারে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।

অভিযানকালে এস বি আল করিম ইন্টারন্যাশনাল এয়ার ও মদিনা ইন্টারন্যাশনালকে বাংলাদেশ ট্রাভেল এজেন্সিকে (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০২১ (সংশোধিত) এর আওতায় মেয়াদ উত্তীর্ণ ও লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে ২টি মামলায় ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নিরাপদে বিদেশ ভ্রমণ ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ ট্র্যাভেল এজেন্সির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।