সিলেট মহানগরীতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকদের প্রতি জরুরী নির্দেশনা দিয়েছে এসএমপির ট্রাফিক বিভাগ।
বুধবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এসএমপির ট্রাফিক বিভাগ জানায়, ‘চলতি মাসের ২০/০৩/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে সিএনজি চালিত অটোরিকশার বাম পার্শ্বে দৃশ্যমান স্থানে গাড়ীর চেসিস নম্বর, মালিকের নাম, পিতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং গাড়ীর পিছনে এসএমপি’র কন্ট্রোল রুমের নাম্বার-০১৩২০-০৬৯৯৯৮, (০১৩২০-০৬৯৯৯৯ হটলাইন) এবং জাতীয় জরুরী সেবা ৯৯৯ লেখার সিদ্ধান্ত গৃহীত হয়।’
অন্যথায় ২০/০৩/২০২৪ খ্রিঃ তারিখের পর থেকে সিএনজিচালিত অটোরিকশার ফিটনেস ও পারমিট বিআরটিএ হতে নবায়ন করা হবে না।
এসএমপির ট্রাফিক বিভাগ জানায়, চুরি, ছিনতাই ও যাত্রী হয়রানীসহ সড়কের অনিয়ম ঠেকাতে ট্রাফিক বিভাগ এ সিদ্ধান্ত গ্রহণ করে।