সিলেট-৬ আসনে নৌকার মনোনয়ন চান মঞ্জুর শাফি চৌধুরী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টায় পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বিয়ানীবাজার প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

তিনি বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশেরও বেশি দলীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মী আমার সাথে রয়েছেন।

বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় নানাবিধ উন্নয়ন সাধিত হলেও অবকাঠামোগত দিক দিয়ে কাঙ্খিত উন্নয়ন সাধিত না হওয়ায় তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলে অবকাঠামোগতসহ এই আসনের সবধনের উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য এই প্রার্থী জানান, যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, প্রবাসীদের স্বার্থের বিষয়টি বিবেচনায় নেয়া, কৃষি আবাদ বৃদ্ধি, নিজ নির্বাচনী এলাকাকে শিল্পোন্নত এলাকা হিসেবে গড়ে তোলা, এলাকাভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং শিক্ষা বিস্তারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

তিনি আরও বলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে সাধারণ মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে। আর এই স্বল্প সময়ের মধ্যে তিনিও মানুষের কাছে পৌছাঁতে পেরেছেন। এই আসনের মানুষ পরিবর্তন চায় বলেও দাবি করেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা আরও তরান্বিত করতে নেতৃত্বে পরিবর্তন অনেকাংশেই জরুরি। তবে সেক্ষেত্রে সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে হবে। আর তাই নির্বাচিত হলে তিনি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্যাগুলো সমাধানে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা পলাশ আফজাল, প্রেসক্লাব সহ সভাপতি সাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজবির আহমদ ছাইম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুকন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী রিপন ও খয়রুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মহসিন মজনু ও এমএ হান্নান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম নিপু, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মনজুর রহমান, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী শিমু প্রমুখ।

মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম গোলাপগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে আসছেন। চেষ্টা করছেন এলাকার অসহায় অবহেলিত জনগোষ্ঠির মুখে হাসি ফোটাতে। ইতিমধ্যে আর্তমানবতার সেবা ও জনকল্যাণমূলক কাজ করে তিনি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

এছাড়া দেশের বিদ্যুৎখাতের বড় বড় উৎপাদক প্রতিষ্ঠানের সাথে জড়িত মঞ্জুর শাফি এলিম চৌধুরী পারিবারিকভাবে রাজনৈতিক পরিবারের সন্তান। তার বড় ভাই ফারুক চৌধুরী বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন। অপর বড় ভাই ইকবাল আহমদ চৌধুরী আমৃত্যু গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।