সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে ঈদ উপহার (চাল, ডাল, তেল, পিয়াজ, আলু) সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে সিলেট মহানগর যুবলীগ।
শুক্রবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় সিলেট নগরীর ২০নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আবদুল মোমেন বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়, তিনি বলেন, সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় যখন মানুষ পানিবন্দী তখন সিলেট মহানগর যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষের ঘরে ঘরে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ঔষধ ও জরুরী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, আমি তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন- বন্যা শুরু হওয়ার পর থেকে সিলেটে আমাদের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ আমাদের সকল সহযোগী সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, তিনি সবাইকে সাধ্যমতো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- জাহির হোসেন চৌধুরী, সুলতান মাহমুদ সাজু, আবিদুর রহমান শিপলু, জাকির আহমদ, রঞ্জন দে, আজাদুর রহমান চঞ্চল, মাসুদ মিয়া পীর, সাকারিয়া হোসেন সাকির, রুহুল আমিন, আজাদ উদ্দিন, আমিনুল ইসলাম আমিন জুবের আহমদ, মাজেদ আহমদ চৌধুরী, রাফিউল করিম মাছুম, শকত হাসান মানিক, হাফিজুর রহমান চৌধুরী, আল আমিন আরিয়ান, মিঠু দেব প্রমুখ।