ভোট বর্জনের দাবিতে সিলেট নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় নগরীর কুমারপাড়া এলাকায় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের নেতৃত্বে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
এসময় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সরকার একতরফা নির্বাচন করে পার পাবে না। তাই অচিরেই ক্ষমতা ছেড়ে পালাতে হবে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা শত বাধা-বিপত্তি-গ্রেপ্তার-হুলিয়া উপেক্ষা করে রাস্তায় নেমেছে। আমরা একা নই, আমাদের সাথে জনগণও রাস্তায় নামছে। দুর্জয় সাহস নিয়ে তারা সংগ্রাম করছে, লড়াই করছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।
তিনি আরো বলেন, সরকার যত নীল-নকশা করুক না কেন, তারা পার পাবে না। অবৈধভাবে ক্ষমতার সিংহাসন থেকে অবশ্যই সরকারকে নামতে হবে। তাই আগামী ৭ জানুয়ারি ডামি ভোটের নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, হুমায়ুন আহমেদ মাসুক, শেখ কবির আহমদ, সুয়াইব আহমদ সোয়েব, নাদির খান, মঞ্জুরুল হাসান মঞ্জু, মোঃ লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের, মোঃ বাচ্চু মিয়া, তাজ উদ্দিন মাসুম, সবুর আহমদ খান, মিজান আহমদ, সেলিম আহমদ সেলু, মোঃ রফিকুল ইসলাম রফিক, কামাল আহমদ, দেওয়ান জাকির, সৈয়দ লোকমানুজ্জামান, আলমগীর বক্স চৌধুরী শোয়েব, সোলেমান আহমদ সুমন, আব্দুল মান্নান, সাহিদুল ইসলাম কাদির, মঈনুল ইসলাম, আলী হায়দার মজনু, নজরুল ইসলাম, মালেক আহমদ (১১নং ওয়ার্ড), বদরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, মহিবুর রহমান মুহিব, ওজি মোহাম্মদ কাওসার, সিরাজুল ইসলাম, খুর্শেদ আলম খুশু, আব্দুল মুমিন, ইফতেখার আহমদ পাবেল, এনামুল আজিজ মুন্না, মোস্তাক আহমদ, হারুনুর রশিদ হারুন, নাহিয়ান আহমদ রিপন প্রমুখ।