সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভায় বক্তাগণ সিলেট বিভাগে নিয়ন্ত্রণহীন লোডশেডিংয়ের কারণে সর্বত্র অচলাবস্থা বিরাজ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিদ্যুৎ সংকট নিরসনকল্পে অন্যান্য বিভাগের সাথে সামঞ্জস্য রেখে হিস্যা অনুপাতে জাতীয় গ্রিড থেকে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন।
রোববার (১৬ অক্টোবর) বিকেলে সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক জরুরি সভায় বক্তাগণ এ দাবি জানান।
সিলেট নগরীর ৬ নম্বর সুরমা ম্যানশনের ৩য় তলায় সিলেট বিভাগ গণদাবী ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।
সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন, সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, সাবেক মেম্বার ইর্শাদ আলী, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, অ্যাডভোকেট শরীফুল হুদা চৌধুরী, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী, অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ, শওকত আলী, এম.এ জলিল প্রমুখ।
সভায় প্রবাসীদের দেশের সম্পত্তি সম্পর্কে আমমোক্তারনামা প্রদান সম্পর্কে অহেতুক জটিলতা সৃষ্টি করায় তারা নানাভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে অবিলম্বে এ সমস্যা নিরসনের জন্য জোর দাবি জানানো হয়।