জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় সিলেট নগরীতে ৮৩ হাজার ৯৬৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী ১২ জুন থেকে সিলেট সিটি কর্পোরেশনের ৩৯টি ওয়ার্ড ও শহরতলীর কুচাই ইউনিয়নে পক্ষকালব্যপী এই ক্যাম্পেইন শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত।
প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের হল রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সামনে রেখে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
সভায় ডা. জাহিদ হোসেন জানান, সিলেট নগরের স্থায়ী-অস্থায়ী সর্বমোট ৩৪৮টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। ০৬ থেকে ১১ মাস বয়সী ৮৮১২ শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭৫১৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে ৬৯৬ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।
এ সময় তিনি অসুস্থ কোনো শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল না খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
রোগমুক্ত বাংলাদেশ গড়তে কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ প্লাস থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
সভায় সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।