সিলেট-তামাবিল সড়কে বাস-টমটম সংঘর্ষ, ৫ জন নিহত

সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লীবিদ্যুৎ-এর সামনে এ দুর্ঘনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার বড়খলা গ্রামের খুরশেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দীন (৫০), বারগাতি গ্রামের আব্দুল বারির ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল ও দীঘিরপাড় গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে মতিন মিয়া (৩৫)।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে জাফলংগামী গেইটলক বাস (ঢাকা মেট্রো জ ১৪-১৬৯৫) দরবস্ত পল্লীবিদ্যুৎ এর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টমটমের দুই যাত্রী নিহত হন। এছাড়া আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। তবে আরও কয়েকজন গুরুতর আহত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুষলধারে বৃষ্টির সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক মন্ডল।