সিলেট ও সুনামগঞ্জে দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। সিলেটের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের পাশাপাশি পানিতে ডুবে আছে নগরের অনেক সড়ক। আর রাস্তাঘাট ডুবে যাওয়ায় সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ। চোখে অন্ধকার দেখছেন এ দুই জেলার লক্ষ লক্ষ বানভাসি মানুষ।
এ অবস্থায় চুপ নেই সুশীল সমাজ। তারা চলমান বন্যা পরিস্থিতিতে মানবিক বিপর্যয় ঘটার শঙ্কা প্রকাশ করেছেন। বন্যাদুর্গতদের পাশে সহযোগিতা নিয়ে থাকার জন্য সরকার, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু লিখেছেন, ‘প্রিয় সিলেট ভয়াবহ বন্যায় কবলিত এ মানবিক বিপর্যয়ে দেশের বিত্তবান এবং প্রবাসী স্বজনরা অতীতের ন্যায় এগিয়ে আসুন। বন্যার্তদের পাশে একটু দাঁড়ান। মানুষ বাঁচান। সরকারসহ রাষ্ট্রের কাছে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে মানুষের পাশে থাকার দাবি করছি।’
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘সিলেট ও সুনামগঞ্জে মানবিক বিপর্যয়। ঘরে ঘরে বন্যার পানি। মানুষ পানিবন্দি। রান্না বন্ধ। পয়ঃনিষ্কাশন সমস্যা। সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাই।’
তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে লিখেছেন, ‘সিলেটকে দুর্গত এলাকা ঘোষণা করে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জোর দাবি জানাচ্ছি।’
নাট্য নির্দেশক খোয়াজ রহিম সবুজ লিখেছেন, ‘স্মরণকালের ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সংস্কৃতিকর্মী ও নাট্যকর্মীরা মানবিক সেবায় কাজ করার প্রস্তুতি নিয়েছে। সকলের সহযোগিতা আশা করি।’
নাট্যকর্মী হুমায়ুন কবির জুয়েল লিখেছেন, ‘এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন উদ্ধার এবং আশ্রয়। এটা কেবল সরকারি কিংবা প্রাতিষ্ঠানিকভাবে সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এমসি কলেজ, মদন মোহন কলেজ, সরকারি কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান উন্মুক্ত করে দেয়া হোক। পাড়া-মহল্লা, সংগঠন, ক্লাবসহ বিভিন্ন সেক্টরের তরুণদের নিয়ে একাধিক উদ্ধারকারী দল সহজেই তৈরি করা সম্ভব।’
প্রকাশক রাজীব চৌধুরী লিখেছেন, ‘২০০৪ সালে ভয়াবহ বন্যা হয়। সুনামগঞ্জ শহরে আমাদের বাসায় পানি উঠেছিল। এরপর অনেক বন্যা হলো। পানি উঠেনি। ২০২২ সাল। আজ বাসায় পানি প্রবেশ করেছে। বন্যা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। চরম সংকট আসন্ন।’
সাংবাদিক দেবব্রত ঘোষ চৌধুরী লিখেছেন, ‘১৯৮৮ সালের চেয়েও ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জ। খাবার ও পানীয় জলের তীব্র সংকট সর্বত্র।’