সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার হাব’ প্রোগ্রাম

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ কর্তৃক শিক্ষার্থীদের জন্য ‘Career Talk’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘Career Hub (BRAC) এবং American Corner – Sylhet’ এর সহযোগীতায় বুধবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আমেরিকান কর্নারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৩য় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. আবুল ফতেহ, লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্নারের পরিচালক মো. মোস্তফা কামাল, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম এ জি আসিফ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার সাহা, সহকারী অধ্যাপক নেসার আহমেদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক অশোক বিজয় দাশ, প্রভাষক চম্পক কুমার বর্মন, সৈয়দা আফসানা বেগম এবং ব্রাকের অফিসার এমপ্লয়েন্ট এন্ড এক্টিভেশন; মো. সালমান বিন হাফিজ ও সুস্মিতা চন্দ মৌ, ট্রেইনার সৈয়দা হাফসা বেগম।