হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানের একটি কালনাগিনী সাপ ট্রাকচাপায় মারা গেছে।
গতকাল শনিবার (২২ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। বন বিভাগের লোকজন সাপটি উদ্ধার করেছে।
জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যান এর মধ্য দিয়ে যাওয়া মহাসড়কে বালুবাহী একটি ট্রাক চাপা দিলে সাপটি মারা যায়। বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাকটি না দাঁড়িয়ে সাপটিকে চাপা দিয়ে চলে যায়।ফলে তখনই ইতিহাস ঐতিহ্যের সাক্ষী কালনাগিনী সাপটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্য দিয়ে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক চলে যাওয়ায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
এ বিষয় সাতছড়ি জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা আল-আমিন জানান, মহাসড়ক দিয়ে বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাকসহ যাত্রীবাহী গাড়ি চলাচল করার কারণে জাতীয় উদ্যানের হরিণ, বানর সাপসহ নানা প্রজাতির প্রাণী মহাসড়কে প্রাণ হারাচ্ছে। এ ব্যাপারে গণসচেতনা সৃষ্টির জন্য আমরা নানা প্রদক্ষেপ গ্রহণ করেছি। ড্রাইভারদের আরো সচেতন হতে হবে। তবেই বন্যপ্রাণী রক্ষা করা সম্ভব।
সিলেট ভয়েস/এএইচএম