সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আ.লীগ নেতা ডন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন সুনামগঞ্জের সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যা পরবর্তী করণীয় এবং পুনর্বাসন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।

সোমবার (১৮ জুলাই) বিকেলে আজিজুস সামাদ আজাদ ডনের ব্যক্তি উদ্যোগে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম আহমদ, অ্যাডভোকেট শুক্কুর আলী, অ্যাডভোকেট আব্দুল ওদুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, যুক্তরাজ্যে প্রবাসী আওয়ামী লীগ নেতা আশিকুল হক, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, বরুণ কান্তি দে, কালিপদ রায়, ছাত্রলীগ নেতা দেওয়ান জিসান এনায়েত রেজা, সাকিব আহমদ, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, তামিম আহমদ, মো. রুমন মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে নানান ধরনের ষড়যন্ত্রের মধ্যও করোনা ভাইরাস মোকাবেলা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এই যে সিলেট/সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়ে গেল তিনি তা নিজ চোখে দেখে গেছেন।

তিনি বলেন- বন্যা পরবর্তী করণীয় বিষয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, খাদ্য সহায়তা প্রদান, নদী খনন, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করাসহ বন্যাকালীন সময়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের নৌযান ও স্প্রীডবোর্ডের ব্যবস্থা রাখা প্রয়োজন।

তিনি বলেন, সরকারের স্বদিচ্ছা যথেষ্ট রয়েছে বলেই শত প্রতিবন্ধকতা মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বন্যার্ত মানুষদের কল্যাণে কাজ করার যে লক্ষ্যে সরকার গৃহহীনদের গৃহ নির্মাণসহ ভেঙ্গে যাওয়া ব্রিজ ও রাস্তাগুলোর সংস্কার করছেন। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সমাধানের বিষয়টিকে গুরুত্ব দেন। তিনি এই দুর্যোগকালীন সময়ে সুনামগঞ্জের সংবাদকর্মীরা যেভাবে দিনের পর দিন পানি ভেঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন তা নজীরবিহনী। তিনি সাংবাদিকদের আর্থিকভাবে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা যায় কিনা সেটা নিয়ে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনার প্রতিশ্রুতি দেন।