বানভাসি মানুষের দুর্দশার সময় রাজনীতি না করে তাদের পাশের দাঁড়ানোর জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণকালে সাংবাদিক এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ আহবান জানান।
এসময় তিনি বলেন, বানভাসি মানুষদের জন্য সরকারের দেয়া বরাদ্দ নিয়েও মিথ্যাচার ও রাজনীতি করছে বিএনপি। মানুষকে বিপদে ফেলে বিএনপি যে রাজনীতি করছে এটা কারো কাম্য নয়।
তিনি এই বিএনপি নেতৃবৃন্দকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
প্রতিমন্ত্রী বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে খেলোয়াড় ও ক্রীড়াঙ্গনেরও অনেক ক্ষতি হয়েছে, তবে এই মুহূর্তে দুর্যোগ মোকাবেলা করাটাই প্রধান কাজ। পানি নেমে গেলে সরকার ক্রীড়াঙ্গন নিয়ে কাজ শুরু করবে বলে জানান তিনি।
এর আগে সহস্রাধিক বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম প্রমুখ।