সমাজের কোনো স্তরের মানুষই অবহেলিত থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার জীবনমান উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ঢাকার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
এদিন আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় কম্বল ও শীতবস্ত্র প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেয়া অনুদান গ্রহণ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, সমাজের কোনো স্তরের কোনো মানুষই অপাঙক্তেয় থাকবে না, অবহেলিত থাকবে না এবং তারা মানবেতর জীবন যাপন করবে না।
এই লক্ষ্য পূরণে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষরা, একেবারে সমাজের বিভিন্ন স্তরের অবহেলিত মানুষ, যে যেখানে আছে, তাদের জীবনমানটা যাতে উন্নত হয়, সেই ব্যবস্থাটা করে দিচ্ছি।
২০০৮ সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সেই বিজয়ের ধারা অব্যাহত রেখে সরকার গঠন করে আওয়ামী লীগ। এই ধারাবাহিকতা ছিল বলেই দেশে উন্নয়ন করা সম্ভব হয়েছে মনে করেন বঙ্গবন্ধুকন্যা।
টানা তিন মেয়াদের প্রধানমন্ত্রী বলেন, টানা ১৪ বছর থাকাতে, আজকে অন্তত বাংলাদেশের উন্নয়নটা করতে পারছি। আল্লাহর রহমতে পরপর তিনবার থাকাতে অন্তত এখন উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে।
শীত মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে পদ্মা ব্যাংক লিমিটেডের পক্ষে প্রধানমন্ত্রীর হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও আর্থিক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান।
এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
এছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে সহায়তা করেছেন দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক সংগঠনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকরা।