সড়ক দুর্ঘটনায় ইসহাক ও হাফিজুরের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সিলেটের সালুটিকরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহি কমিটির সদস্য ওবায়দুল্লাহ ইসহাক এবং তার সাথে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট আওয়ামী লীগ ও বিএনপি।

শনিবার দিবাগত রাত ১ টার দিকে সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে সালুটিকর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ইসহাক ও এম হাফিজুর রশীদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পৃথক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্টমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নবনির্বাচিত মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়াও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ওবায়দুল্লাহ ইসহাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পৃথক আরেকটি শোকবার্তায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রশীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তারা এক শোকবার্তায় উভয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গতকাল শনিবার মধ্যরাতে সিলেট-ভোলাগঞ্জ সড়কের মিত্রিমহল নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহি কমিটির সদস্য ওবায়দুল্লাহ ইসহাক এবং তার সাথে থাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রশিদ।