সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেল প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন প্রতিষ্ঠানের গতিশীলতা আনতে অফিসের নিয়ম ও ব্যবস্থাপনা আমাদের মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই বিশ্ববিদ্যালয়কে নিজের ভাবতে পারলে সিকৃবিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
শনিবার (২১ ডিসেম্বর) সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ট্রেনিং প্রোগ্রাম অন অফিস রুলস অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. এম রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী।
প্রশিক্ষণ কর্মসূচিতে ‘ট্রেনিং প্রোগ্রাম অন অফিস রুলস অ্যান্ড ম্যানেজমেন্ট’ বিষয়ে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের পরিচালক বকুল চন্দ্র রায়।
দিনব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৮৫ জনের অধিক কর্মচারী অংশগ্রহণ করেন।