মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্থায়ী স্যানাটারী কিটস কর্ণার স্থাপন করা হয়েছে।
সোমবার (১৪) আগস্ট সকালে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে কিটস কর্ণারটি স্থাপন করে “ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল”। বিদ্যালয়টির প্রধান শিক্ষিক কবিতা দাশের হাতে ৫০ প্যাকেট মানসম্মত স্যানিটারি ন্যাপকিন হস্তান্তর করে স্যানাটারী কিটস কর্ণারটির উদ্বোধন করা হয়।
ইনার হুইল ক্লাবের সভাপতি পুষ্পিতা খাস্তগীর জানান, শিক্ষার্থীদের সাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তার দিকটি মাথায় রেখে এই কিটস কর্ণারটি স্থাপন করা হয়েছে। এই উদ্দেশ্যে ক্লাব ও স্কুলের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যখনই বিদ্যালয়ে স্যানিটারি কিটসের প্রয়োজন পড়বে তখন তা ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে সরবরাহ করা হবে।
উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ বলেন, আমাদের বিদ্যালয়টিতে প্রায় ১৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। প্রতিদিনই প্রায় ৫/৬ জন শিক্ষার্থীর স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন পড়ে, এরকম একটা স্থায়ী স্যানিটারী কিটস কর্ণার আমাদের জন্য খুব প্রয়োজনীয় ছিলো। ইনার হুইল ক্লাব এটি স্থাপন করায় আমাদের শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনমত এটির সুবিধা ভোগ করতে পারবে।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল এর সভাপতি ডাঃ পুষ্পিতা খাস্তগীর, সাধারন সম্পাদক ইন্দিরা আচার্য, প্রাক্তন সভাপতি দিল আফরোজ রুহেন, রহিমা বেগম, সাধারন সদস্য সানজিদা আখতার, তানিয়া রায় প্রমুখ।