দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ পেরিয়ে ১৭ বছরে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে সোমবার (৬ জুন) সকাল ১১টায় কেক কাটা, আলোচনা সভা ও র্যালি হয়েছে।
অনুষ্ঠানে যায়যায়দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো. শফিকুল ইসলাম রুম্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন ও নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফুরকান উদ্দীন আহমেদ, শেখ জামান, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক নান্টু রায়, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস কে দাশ সুমন, শিমুল তরফদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, মিজানুর রহমান মিজান, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফি, সাজু মারছিয়াং, বিক্রমজিত বর্ধন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়ক নাট্যকার কাজী কামরুল বকস্ বাবুল, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক খয়ের খান, ব্যবসায়ী জহির উদ্দীন, গোলাম রহমান মামুন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। অপসাংবাদিকতা দূর করতে হবে, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হলে তাদেরকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করতে হবে।
বক্তারা দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।