মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষমতার দাপট দেখিয়ে তপন চন্দ্র দেবের ২৭ শতাংশ জায়গা দখলের অভিযোগ ওঠেছে এক পুলিশ সদস্য ও তার বোনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের কাছে বিচার চেয়ে গত ৭ আগস্ট শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগও দায়ের করেন ভুক্তভোগী তপন চন্দ্র দেব।
তপন চন্দ্র দেবের অভিযোগ, ‘৪১ শতাংশ জায়গার মধ্যে ১৫ শতাংশ জায়গা ফুলচান বিবি ও তার স্বামী সিরাজ মিয়ার কাছে বিক্রয় করার পর থেকেই অবশিষ্ট ভূমি দখল করার পাঁয়তারায় লিপ্ত আছেন তারা। এছাড়া সীমানার পিলার উঠিয়ে ফেলে দিয়ে জমির আইল কেটে ভূমি দখল করে নেওয়ার অভিযোগও করেন তিনি।’
তার দাবি, ফুলচান বিবির স্বামী সিরাজ মিয়া (কুয়েত প্রবাসী) ও তার আপন ভাই পুলিশ সদস্য আব্দাল ক্ষমতার দাপটে এসব কাজ করছেন। এ নিয়ে বিভিন্ন সময়ে নানা রকমের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন।
তপন বলেন, ‘আমি হিন্দু মানুষ, এজন্য নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই প্রশাসনের কাছে সুবিচারের প্রত্যাশা করে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছি।’
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সরজমিনে গিয়ে জানা গেছে, তপন চন্দ্র গত ২৯ এপ্রিল ২০০৯ ইং তারিখে দলিল নং-১৫৭৪ মূলে জনৈক রবীন্দ্র চন্দ্র মালাকারের নিকট হতে ৪১ শতাংশ ভূমি ক্রয় করেন। তিনি উক্ত জমির খাজনা পরিশোধ করে ভোগ দখল অবস্থায় প্রতিবেশী ফুলচান বিবি ও তার স্বামী সিরাজ মিয়ার কাছে ১৫ শতাংশ জায়গা বিক্রি করেন। বাকী ২৭ শতাংশ জায়গার মধ্যে ৩ শতাংশ জায়গা শ্মশান ও রাস্তার জন্য দান করেন তিনি। অবশিষ্ট ২৩ শতাংশ জায়গা নিজে ভোগ করে আসছেন।
এ বিষয়ে ইউপি সদস্য বেলাল আহমেদ বলেন, ‘আমি পুলিশ সদস্য আবদলের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করেছি কিন্তু সে সমাধানের পক্ষে কোনো কথা বলেনি। তিনি বলেন যারা জোরপূর্বক ভূমি দখল করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তপন চন্দ্র দেবের পরিবার হিন্দু সম্প্রদায়। তাদের উপর এই অমানবিক নির্যাতন আমার ওয়ার্ডবাসী মেনে নিবো না।’
স্থানীয় মুরুব্বি ফজল মিয়া বলেন, ‘আজ সকালে দেখলাম ফুলচান বিবি বাংলাদেশের জাতীয় পতাকা ভূমির মধ্যে গেঁথে রেখেছেন তার দখলদারিত্ব বুঝানোর জন্য। আমরা ভালো করে অবগত আছি এই ভূমি তপন বাবুর। ফুলচান বিবি ও তার পরিবার তার ভাই পুলিশের প্রভাব দেখিয়ে জায়গাটি দখল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমরা হিন্দু-মুসলমান মিলেমিশে দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বসবাস করে আসছি। ইদানিং ফুলচান বিবি ও তার পরিবার ভূমি দখল করে এলাকায় একটি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে।
এ ব্যাপারে কুয়েত প্রবাসী সিরাজের স্ত্রী ফুলচান বিবি জানান, ‘১৫ শতাংশ জায়গা আমরা তপন চন্দ্র দেবের কাছ থেকে ক্রয় করেছি। বাকি জায়গার বায়না বাবদ ৫ লাখ টাকা প্রদান করেছি। তাই আমরা জমি দখল করেছি। বায়না ৫ লাখ টাকা প্রদানের ডকুমেন্টস আছে কি না জানতে চাইলে এ সংক্রান্ত কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি ফুলচান বিবি।
বিষয়টি জানতে চাইলে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ‘মামলাটি আমার হাতে রয়েছে। আমি চেষ্টা করেছি বিষয়টি সমাধান করতে। ১৫ শতাংশ ভূমি বিক্রয় করার পরে অবশিষ্ট জমির মালিক তপন চন্দ্র দেব। ফুলচান বিবি ১৫ শতাংশ ক্রয়ের বাহিরে কোন ডকুমেন্টস আমাকে দেখাতে পারেনি।’