শোকাবহ আগস্ট উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোকাবহ মাস আগস্টের প্রথমদিন আজ। শোকের মাস ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছে সিলেট মহানগর যুবলীগ।

সোমবার (১ আগস্ট) সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৩ আগস্ট সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন ও সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান। ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে মিলাদ ও শিরনী বিতরণ। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল। ১৩ আগস্ট বৃক্ষরোপন কর্মসূচি। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে মিলাদ এবং দুপুর ২টায় আম্বরখানা পয়েন্টে অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ। ১৭ আগস্ট সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ গ্রহণ। ২১ আগস্ট মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহণ। ২৫ আগস্ট সন্ধ্যা ৭টায় আম্বরখানাস্থ দর্শন দেঊড়ি এলাকায় মর্মান্তিক হত্যাকাণ্ডের উপর নির্মিত মঞ্চ নাটক ইনডেমনিটি প্রদর্শনী করা হবে।

উক্ত কর্মসূচিতে যথাসময়ে সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভূক্ত ৪২টি ওয়ার্ড যুবলীগের সকল নেতাকমীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

সিলেট ভয়েস/এএইচএম