শোক দিবস উপলক্ষ্যে মাধবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৮তম শাহাদাৎবাষিকী উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার তেলিয়াপাড়া (নোয়াহাটি) এলাকায় আশা অফিসে আশা’র মাধবপুর আঞ্চলিক অফিসে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আশা’র মাধবপুর আঞ্চলিক অফিসের আরএম আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র লিয়াজো অফিসার মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল উদ্দিন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার গোলাম আযম চৌধুরী, ব্রাঞ্চ ম্যনেজার নাঈমা রহমান তোহা, হেলথ সেন্টার ইনচার্জসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রসঙ্গত, আশা’র স্বাস্থ্যসেবা কার্যক্রমটি সংস্থার নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। হবিগঞ্জ জেলার ৫টি ও সারা দেশে ৫৮টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।