সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, এদেশের সাধারণ জনগণ বারবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করেছেন। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সকল কর্মকাণ্ড বিশ্বব্যাপী প্রশংসিত।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তিনি একথাগুলো বলেন।
ডা. দুলাল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাধারণ জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেয়াই আমার অঙ্গীকার। টানা ৩২ বছর সরকারী চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি মনে করি, সংসদ সদস্য হওয়ার সকল যোগ্যতা আমার রয়েছে। আমার বিশ্বাস, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আমার সকল কর্মকাণ্ডের মূল্যায়ন করবেন।
ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বৃহস্পতিবার সকালে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন এবং এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
পরে, উপজেলার সদর ইউনিয়নের আয়না মার্কেট ও বাবরকপুর এলাকায় পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
দিনব্যাপী উঠান বৈঠক ও অনুদান বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় পূজা পরিষদের সহ সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক, সিলেট জেলা পূজা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম চয়ন, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদারসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।