শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে চাই : আল আমিন চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন) চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের বিগত পনরো বছরে দেশব্যাপী যে উন্নয়নের মহাযজ্ঞ চলছে, সঠিক নেতৃত্বের অভাবে সেই উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে দিরাই শাল্লার জনগণ। তাই এই এলাকার জনগণ নেতৃত্বের পরিবর্তন চায়, উন্নয়ন চায়। আমি দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

তিনি বলেন, ‘দীর্ঘদিন উন্নয়ন বঞ্চনার কারণেই জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। দিরাই-শাল্লার সুপরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে আমি জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।’

শুক্রবার (০৮ ডিসেম্বর) নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউিনিটি সেন্টারে সিলেটস্থ দিরাই-শাল্লাবাসীর উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবিদ আলীর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমদ ছইল মিয়া, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ হাবিবুর রহমান, ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ তুলসী দাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, ভাটিপাড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতা, জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইশতিয়াক হুসাইন মঞ্জ্, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমেদ, কুলঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিকুল আলম চৌধুরী টিটু, মহানগর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক লিলু, যুবলীগ নেতা জিল্লুর রহমান, প্রধান শিক্ষক সঞ্জিত দাস, রফিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সুহেল, বিনিয়ামীন রাসেল, রেদুয়ান মাহমুদ, এস এম শামীম, মাহবুব ভক্ত চৌধুরী, সৈয়দ আহমেদ দুলাল, মৃন্ময় দাস ঝুটন, নির্মলেন্দু সরকার কল্লোল, রুহুল আমিন, নুর হোসেন চৌধুরী, জিন্নুরাইন মেনন, হিমকর দাস বাঁধন, আমীর হামজা খাঁন, মো. শাহাব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মো. নাসির উদ্দিন, গীতাপাঠ করেন অবিনাশ চন্দ্র দাস। উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের উন্নয়ন পরামর্শক আফজাল মোহাম্মদ।