বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে।
বুধবার (১৩ জুলাই) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের উদ্যোগে সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামে স্থানীয় বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ডা. দুলাল বলেন, আকস্মিকভাবে বাংলাদেশের ১২টি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। তার এই নির্দেশনা মেনেই আমি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এ খাদ্যসামগ্রী দান নয়, এগুলো আপনাদের অধিকার। আমরা শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই। এর সব কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি ও আমার পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমার ভাই ইনামুল হক চৌধুরী বীরপ্রতীককে দুই দুইবার ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন।
ডা. দুলাল আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় সভানেত্রীর কাছে সিলেট-৩ আসনে মনোনয়ন চাইব। যদি আমি মনোনয়ন না পাই তাহলেও আমার কোনো অভিযোগ থাকবে না। আমি মনোনয়ন পেলেও আপনাদের পাশে আসব, না পেলেও আসব। আপনারা আমার নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, বন্যার্ত মানুষের জন্য দোয়া করবেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, নীলু ভুষণ দে, হুমায়ুন রশীদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনছার আলী, বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আজিজুল বাশির, যুবলীগ নেতা হেলালুজ্জামান বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আমির আলী, যুবলীগ নেতা এম এ হামিদ, স্বরুপ দে শংকু, ইউপি সদস্য আব্দুশ শহীদ জাহাদ, সফর আলী, বালাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সত্তেন্দ্র দাস, কিপা সিন্ধু দাস, বোয়ালজুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার মিয়া, আওয়ামী লীগ নেতা প্রদীপ দাস, ডা. মিল্টন আহমদ, ডা. সৌম্যজিত দে, মুক্তিযুদ্ধ মঞ্চ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারেক আহমদ প্রমুখ।