শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবস্থান পরিষ্কার করে বক্তব্য দেয়া হয়েছে।
নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে।
তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি যে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।’
গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর শেখ হাসিনা এক চিঠিতে ট্রাম্পকে অভিনন্দন জানান। সে চিঠিতে শেখ হাসিনা তার পরিচয় হিসেবে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার নয়াদিল্লীতে সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জয়সোয়াল ভারত সরকারের অবস্থান পরিষ্কার করে বক্তব্য দেন।