শেখ রাসেল দিবসে গোবিন্দগঞ্জ স্কুলে ব্যাতিক্রমী আয়োজন

ব্যাতিক্রমী সব আয়োজনে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করেছে ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়।

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষে বিদ্যালয়টিতে পুষ্পস্তবক অর্পণ, স্কুলের ছাত্র ছাত্রীদের লেখা নিয়ে শেখ রাসেল এর দেয়ালিকা প্রকাশ, বৃক্ষ রোপন, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণসহ ব্যাতিক্রমী সব আয়োজন সম্পন্ন করা হয়।

বুধবার (১৮ অক্টোবর) সকালে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও স্কুল প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস দাশ পুরকায়স্থ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক গোলাম নবী রিপন, শিক্ষক দেবাশীষ বিশ্বাস, শিক্ষক আব্দুল ওয়াহিদ প্রমুখ।

আলোচনা সভার পর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, স্কুলের ছাত্র ছাত্রীদের লেখা নিয়ে শেখ রাসেল এর দেয়ালিকা প্রকাশ, বৃক্ষ রোপন, দোয়া মাহফিল ও শেষে পুরস্কার বিতরণ করা হয়।