গরিব অসহায় শীতার্তদের মধ্যে তিন শতাধিক কম্বল বিতরণ করেছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এসব কম্বল ধাপে ধাপে বিতরণ করেছেন। শীতের শুরু থেকে এখন পর্যন্ত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের কার্যক্রম চলমান রেখেছেন তিনি।
রোববার (৫ মার্চ) সকাল ১১টায় তার নিজ বাসভবনের সামনে ৪র্থ ধাপের আরও ৫০টি কম্বল বিতরণ করেন দিপু রঞ্জন দাশ।
গরিব অসহায় শীতার্ত লোকজন শীতবস্ত্র পেয়ে অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশের প্রতি।
অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে আমার অনেক দায়বদ্ধতা রয়েছে। শীতবস্ত্র বিতরণ সেই দায়বদ্ধতার একটা অংশ।
তিনি আরও বলেন, জনগণের জন্য অতীতে যেভাবে দায়িত্ব পালন করেছি ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো।