শিক্ষক উৎপল কুমার সরকারকে পিঠিয়ে হত্যা এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (৩০) জুন বেলা ১২.৩০ মিনিটে শিক্ষক সমিতির আয়োজনে প্রশাসনিক ভবন সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির (২০২২) সভাপতি প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দীন আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো : মতিয়ার রহমান হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন সিকৃবি ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো : মোস্তফা শামসুজ্জামান, ডিন কাউন্সিলরের আহ্বায়ক প্রফেসর ড. মো : রাশেদ আল মামুন ও শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, ছাত্রসমাজের একটা অংশের নৈতিক অবক্ষয় হয়েছে। তাই নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে, যা পরিবার থেকে শুরু করতে হবে। নৈতিক উন্নতি না হলে, কেবল অর্থনৈতিক উন্নতি দিয়ে প্রকৃত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব না।
আরো বক্তব্য রাখেন মো : আবু কাউসার ( সাধারণ সম্পাদক, ল্যাপস) , প্রফেসর ড. মো : আব্দুল আজিজ ( সাধারণ সম্পাদক, সাদা দল), প্রফেসর ড. মো : মোশাররফ হোসেন সরকার ( সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ) প্রমুখ ।
মানববন্ধনের সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন,আমাদের বিবেক জাগ্রত করা উচিত। সমাজের প্রতিটি পরিবারে সন্তানকে সুশিক্ষিত করতে হবে। সেই সাথে অসাম্প্রদায়িক দেশ গড়ার পেছনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষকদের মাঝে একতা বজায় রাখতে হবে।