শাল্লায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা করেছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

সোমবার (২১ আগস্ট ) বেলা ১২টায় স্থানীয় আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস।

সভায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং বাহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, আওয়ামীলীগ নেতা শ্যামাপ্রসাদ সরকার, ইকরাম আলী, স্বেচ্ছাসেবক লীগের সদস্য হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য সাজু মিয়া, ইউপি সদস্য নিখিল চন্দ্র দাস, উত্তম চন্দ্র দাস, মহিলা সদস্য মনোয়ারা বেগম, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা শামীম মিয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করার পর মাস্টারমাইন্ড জিয়াউর রহমান সেসব খুনীদের পুরষ্কৃত করেন। যা আমাদের বাঙালি জাতির জন্য অনেক লজ্জার ও কলঙ্কের বিষয়। বক্তারা আরো বলেন, এদেশে আমরা যাতে লাল সবুজের পতাকা না উড়াতে পারি সেসব ষড়যন্ত্রে লিপ্ত থাকতেন মোশতাক বাহিনীরা। এসবের ধারাবাহিকতায় সেই কুচক্রীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে। আজ আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সিলেট ভয়েস/এএইচএম