শাল্লায় সরকারিভাবে ধান কাটা শুরু

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কৃষি অফিসের আয়োজনে সুনামগঞ্জের শাল্লায় সরকারিভাবে ধান কর্তন উৎসব পালন করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১১টায় ছায়ার হাওরে সুখলাইন গ্রামের কৃষক মহাদেব দাশের বোরো জমিতে আনুষ্ঠানিকভাবে হাওরে ধান কাটা শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) আব্দুল কাইয়ূম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) বিভূতোষ চৌধুরী, উপ-সহকারী কর্মকতা জবা রাণী দাশ, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম রাশেদ, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হান, ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, কৃষক লীগের আহ্বায়ক রণজিৎ কুমার দাস, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, ইউপি সদস্যসহ স্থানীয় অনেক কৃষক।

এদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও উপজেলা কৃষি অফিসের সঙ্গে উপজেলার ৪টি ইউনিয়নে একযোগে ধান কর্তন উৎসব পালন করেছেন।