সুনামগঞ্জের শাল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায়ের সঞ্চালনায় উপজেলা গণ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রানী দাশ, ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদ (তুষার)।
এসময় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালী জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যেই আমাদের দেশের পাকিস্তানি পাক বাহিনীরা একটি নীল নকশা এঁকেছিল। সেই কুচক্রী মহলরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেন।
বক্তারা বলেন, একাত্তরের ১৪ ই ডিসেম্বরে শহীদ হওয়া সকল বুদ্ধিজীবীদের অনেক আত্মত্যাগ ও অবদান ছিল। মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের বিশেষ অবদানের জন্যেই আজকের এই বাংলাদেশ। আজকে বাংলাদেশ স্বাধীন না হলে আমরা এই অবস্থানে থাকতাম না। আর এসবকিছুর পেছনে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছিল অতুলনীয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল/কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন।
দুপুর ১২টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং হাবিব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জেলা যুবলীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাস, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড: অসীত চন্দ্র দাস, যুবলীগ নেতা সুব্রত সরকার, ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সন্দীপ সরকার সন্দীপ প্রমূখ।
সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।