শাল্লায় বুধবার উদ্বোধন হবে মুজিববর্ষের আরো ৮৯টি ঘর

‘বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার আওতায় সারা দেশের ন্যায় আগামীকাল বুধবার শাল্লায়ও উদ্বোধন হবে মুজিব শতবর্ষের ৩য় ও ৪র্থ পর্যায়ের ৮৯টি ঘর।

মঙ্গলবার (২১ মার্চ) উপজেলা সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘর উদ্বোধনের খবরটি গণমাধ্যম কর্মীদের জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, এর আগেও মুজিব বর্ষের ১৪৩৫টি ঘর শাল্লা উপজেলার প্রকৃত ভূমিহীনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই ঘরগুলোও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালিভাবে উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে আশ্রয়ন প্রকল্পের আওতায় ৩য় ও ৪র্থ ধাপের আরো ৮৯টি ঘর উপজেলা পরিষদ গণমিলনায়তনে বুধবার সকাল ৯টায় উদ্বোধন করা হবে। ভার্চ্যুয়ালিভাবে ঘরগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের (ক শ্রেণির) জন্য দ্বিকক্ষবিশিষ্ট গৃহ নির্মাণের কার্যক্রম শাল্লায় চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।