সুনামগঞ্জের শাল্লায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ জুন) দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ ধান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করে শাল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড. দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রানী দাশ, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, ইউপি সদস্য তৈয়বুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) বিভূতোষ চৌধুরী, জবা রানী দাসসহ প্রমুখ।