সুনামগঞ্জের শাল্লায় উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের ব্যক্তিগত উদ্যােগে চক্ষু রোগীদের বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
শনিবার (২০ মে) সকাল এগারোটায় উপজেলা গণমিলনায়তনে এ চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়। বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সঙ্গে ওষুধ প্রদান করা হয়েছে।
শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, চোখ শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ ভালো থাকলে সবকিছুই সহজ ও সুন্দর। চোখে সামান্য সমস্যা থাকলে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। চারপাশে চোখে সমস্যা নিয়ে অনেকে জীবনযাপন করছেন। দুর্গম ভাটি এলাকার চিত্র মাথায় রেখে আমার ব্যক্তিগত উদ্যোগে শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করেছি। এতে চোখের ছানি অপারেশনসহ যাবতীয় ওষুধপত্রেরও ব্যবস্থা করা হয়েছে।
কার্যক্রমে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, ২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস প্রমূখ।
সিলেট ভয়েস/এএইচএম