সুনামগঞ্জের শাল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল ম্যাচ (অনুধর্ব-১৭ বালক ও বালিকা) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার (১৭ জুন) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবু তালেবের সভাপতিত্বে শাহীদ আলী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গোল্ডকাপের ম্যাচের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে উপজেলার ২নং হবিবপুর ইউনিয়ন একাদশ (বালিকা) ও ৩নং বাহাড়া ইউনিয়ন একাদশ (বালিকা) অংশ গ্রহণ করে ২নং হবিবপুর ইউনিয়ন বালিকা একাদশ ২-০ গোলে বিজয়ী হন।
২য় ম্যাচে ২নং হবিবপুর ইউনিয়ন (বালক) একাদশ ও ১নং আটগাঁও ইউনিয়ন (বালক) একাদশ অংশগ্রহণ করে ২নং হবিবপুর ইউনিয়ন (বালক) একাদশ ১-০ গোলে বিজয়ী লাভ করেন।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সজীব হাওলাদার, ২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, শাহীদ আলী পাবলিক মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মাহমুদ দুলাল, প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস খোকন, শিক্ষক সুদীপ্ত চন্দ্র দাস, ইউপি সদস্য নুরুল হক, হাবিবুর রহমান হাবিব, অসিত রঞ্জন দাস, সহদেব চন্দ্র দাস প্রমূখ।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার ও ট্রপি তুলে দেন অতিথিরা। এসময় উক্ত ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায় এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন প্রভাংশু তালুকদার ও চপল কান্তি দাস। খেলাটি যৌথভাবে ধারাভাষ্য বর্ণনা করেন শিক্ষক সুদীপ্ত কুমার দাস ও ক্রীড়ামোদী হিমেল সরকার।