শাল্লায় পিআইসি কমিটি গঠনে অনিয়ম, কৃষকদের মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লায় পিআইসি কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে পাউবোর বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা।

২০২৩-২৪ অর্থ বছরে হাওর রক্ষা বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও মেরামতের কাজে পিআইসি কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনটি করা হয়নি।

শাল্লা ইউনিয়নের কৃষক মুহিত মিয়ার সভাপতিত্বে ও কৃষক অজয় তালুকদারের সঞ্চালায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান অমিতা রানী দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. দিপু রঞ্জন দাস।

মানববন্ধনে বক্তারা বলেন, পিআইসি’র আবেদন গ্রহণের আগেই এককভাবে ৭৫টি প্রকল্পের অনুমোদন করিয়ে নেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। তারপর কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্যদের অবগতি না করেই ও সদস্যদের প্রস্তাব নাকচ করে ৭৫ টি পিআইসি গঠন করেন তিনি।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে ৭৫ টি পিআইসি কমিটি বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন, পিআইসি কমিটি যাতে বাতিল করা হয় সেজন্য পাউবোকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।

এসময় বক্তব্য প্রদান করেন, কৃষক সন্দীপ সরকার, পলাশ চৌধুরী, সাবেক মেম্বার সুব্রত সরকার, কৃষক ইকরাম আলী, কৃষক নেতা রণজিৎ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আক্কাস মিয়া প্রমূখ।