শাল্লায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘স্মরণ সভা’

সুনামগঞ্জের শাল্লায় চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলনকক্ষে সভাটি সম্পন্ন হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সৈকত জামিলের সভাপতিত্বে স্মরণ সভায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহন করেন।

সভায় বক্তারা বলেন- ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনের ইতিহাস আমাদেরকে ধরে রাখতে হবে। স্বৈরাচার হঠাও ওই আন্দোলনে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মমভাবে শিক্ষার্থীদের পিটিয়েছে। অনেক ছাত্রীদের উপর চরাও আক্রমন করেছে। বাবার মুখ দেখার আগেই অনেক শিশুকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।’

তারা আরও বলেন- ‘শাল্লা উপজেলায়ও অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় আন্দোলনে যুক্ত ছিল। এই আন্দোলন করতে গিয়ে অনেকে আহত হয়েছেন, আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা গ্রেপ্তার হয়েছেন। এমনকি অনেক শিক্ষার্থী চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হয়েছেন।’ এসময় ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের যাচাই-বাছাই করে বর্তমান সরকারের কাছে পূর্নবাসনের দাবিও জানান বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, জামায়াত ইসলামের আমীর নূরে আলম সিদ্দিকি, সাধারণ সম্পাদক মো. সুহেল আহমেদ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাজিব বিশ্বাস, উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ চৌধুরী, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান (হাবুল), বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন জেলা শাখার মুখপাত্র তালহা অলি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব বাপন আহমেদ, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসাইন, শিক্ষার্থী রাকিবুল ইসলাম, খয়েস আহমেদ দোহা প্রমুখ।