শাল্লায় একদফা দাবিতে বাহাড়া ইউনিয়ন বিএনপির সমাবেশ

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনসমাবেশ করেছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইউনিয়নের মেধা বাজারের মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদশাহ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাববুব হোসেন শিশুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সহ-সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান মাহবুব সোবহানি চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল।

সমাবেশে বক্তারা বলেন আমরা এই স্বৈরাচার সরকারের পদত্যাগ চাই। আমাদের দাবি এখন একদফা সেটি হল এই সরকারের পদত্যাগ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের হাতের নাগালের বাহিরে উল্লেখ করে বক্তারা সমাবেশে বলেন এই সরকারের অধীনে গুম ও খুন বেশি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ। আমাদের নেতা এম ইলিয়াস আলীসহ শত শত নেতাকর্মীরা গুম হয়েছে এই সরকারের আমলে।

বক্তারা আরো বলেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। খুব দ্রুতই এই সরকারকে পদত্যাগ করতে হবে। জনগণকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন বক্তারা।

এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে ফেরার দাবিতে স্লোগান দেন।

যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতি ছাড়াও সমাবেশে সহস্রাধিক লোকজনের সমাগম ঘটতে দেখা গেছে।