শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে মহা অষ্টমী তিথিতে একশত শাড়ি উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) বেলা বারোটায় মহানগরীর এয়ারপোর্ট ও শাহপরান থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপে নারী ভক্তদের মাঝে এসব শাড়ি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, মহানগর সভাপতি সুব্রত দেব, সহ সভাপতি মলয় পুরকায়স্থ, প্রদীপ দেব, মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট সদর উপজেলা শাখার সভাপতি নীলেন্দু ভুষণ দে অনুপ, এয়ারপোর্ট থানা সভাপতি নান্টু রঞ্জন সিংহ, সাধারণ সম্পাদক ভৈরব চন্দ্র নাথ, শাহপরান থানা সভাপতি বীরেশ দেবনাথ, থানা কমিটির নেতা জুয়েল আদিত্য, বিবেকানন্দ নাথ, সুরঞ্জিত দাস, বিকাশ উরাং, রাজীব দে চৌধুরী, প্রহল্লাদ দেব নাথ, লিটন কর, আনন্দ সমাদ্দার, শিবু পাত্র, যদু লাল রায় প্রমুখ।
বস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেশে সমঅধিকার নিশ্চিতে ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে কাজ করছে। তারা বলেন, দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।