শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশায় মরহুমা হাজী মোছা. হাজেরা বিবি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) বিকেলে স্থানীয় আক্তাপারা মিনাবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আল-হেরা একাডেমী’ আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগি মো. শিব্বির আহমদের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মেধাবৃত্তির পাশাপাশি সনদ প্রদান করা হয়।
আলহেরা একাডেমীর প্রিন্সিপাল মাস্টার দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক হাফেজ আবু খালেদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মরহুমা হাজী মোছা. হাজেরা বিবি কল্যাণ ট্রাস্টের পরিচালক আক্তাপারা গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগি মো. শিব্বির আহমদ।
আলহেরা একাডেমি মিনাবাজারের স্ট্যান্ডার্ড টু এর ছাত্রী আয়েশা সিদ্দিকা জিনাতের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কিশোর কন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উপদেষ্টা মো: আশিক বিল্লাহ, আক্তাপারা প্রবীণ মুরব্বি ও শালিশ ব্যাক্তিত্ব আলহাজ্ব আলতাবুর রহমান, কিশোর কন্ঠ পাঠক ফোরাম শান্তিগঞ্জ উপজেলার পরিচালক ছাত্রনেতা সুমেল আহমদ, সমাজ সেবক ও অভিভাবক সদস্য রুবেল চৌধুরী, পল্লী চিকিৎসক মো: জমির উদ্দিন, শিক্ষক সবুজ আহমদ, রুয়েল আহমদ, শাহিন আলম ও মাসুম ইসলাম প্রমুখ।