শান্তিগঞ্জ থানা এলাকায় বিভিন্ন ঘটনায় ২ পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার অভিযান শুরু করেছে থানা পুলিশ।
কয়েকদিন ধরে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা অব্যাহত রাখতে থানা পুলিশ এই অভিযান শুরু করে।
শান্তিগঞ্জ থানা সূত্রে জানা যায়, থানা এলাকার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা প্রায়ই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের আধিপত্য প্রকাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ এড়াতে কয়েকদিন ধরে শান্তিগঞ্জ থানা পুলিশের চালানো অভিযানে বল্লম, রামদা, ডেকার, সুলফী, লাঠি, টেঁটাসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, ‘আমার থানা এলাকায় যাতে কোন বড় ধরণের সংঘর্ষ না হয় সেদিকে সর্বদা দৃষ্টি রয়েছে। আমাদের সোর্স রয়েছে, কোন ধরনের সংঘর্ষের খবর পাওয়ামাত্র তাৎক্ষণিক সংঘর্ষ এড়াতে আমাদের ফোর্স ঘটনাস্থলে হাজির হয়। অস্ত্র উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’