কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধসহ অন্যান্য শহীদদের স্মরণে শোক সভা ও মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। রবিবার (১১ আগস্ট) বিকেলে দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার। দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী চৌধুরী শাহ আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যের আগে কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীসহ সকল শহীদের পরকালীন জীবনের শান্তি কামনা করেন মুরাদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা। এত রক্ত গঙ্গা পাড়ি দিয়ে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের কবল থেকে বাংলাদেশ ও এ দেশের মানুষ মুক্তি লাভ করেছেন। এ স্বাধীনতার অগ্রনায়ক হচ্ছেন এ দেশের ছাত্র সমাজ। আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। দীর্ঘদিন পর আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি৷ নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছি। এটা ভাবতেই ভালো লাগছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করি।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা নাজমুল চৌধুরী, দরগাপাশা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. মাসুক আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সজ্জাদুর রহমান, মনফর আলী, ইউনিয়ন যুবদল নেতা সৈয়দ টিপু আলী, যুবরাজ চৌধুরী, জামাল খাঁন, সারোয়ার আহমদ, শ্রমিক দলনেতা ইউনূছ খাঁন ও যুবদল নেতা মিঠু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন- আনু চৌধুরী, মো. হান্নান মিয়া, জুয়েল চৌধুরী, মো. নূরাই মিয়া, সাজুল মিয়া, সাফার উদ্দিন, তাহেল চৌধুরী, লিমন চৌধুরী, কামরুল মিয়া, রাজিব মিয়া, শফিক মিয়া, জাহাঙ্গীর আলম, হানিফ মিয়া, আতিকুর রহমান আতিক, যুবদল নেতা আমীন চৌধুরী ও ছাত্রনেতা নুবেল আহমদ প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী সাদিক আলী। শোক সভায় মোনাজাত পরিচালনা করেন দরগাপাশা-নোয়াগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ওবায়দুল হক।