রাজধানীর মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে যথাযোগ্য মর্যাদায় কবি হেলাল হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে এই খ্যাতিমান কবিকে সমাহিত করা হয়।
এর আগে, বাংলা একাডেমিতে কবির প্রথম জানাজা ও জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন কবির আত্মীয়-স্বজন ও ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা।
জাতীয় প্রেসক্লাবে স্থায়ী সদস্য কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজার আগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবির বড়ভাই দুলাল আবদুল হাফিজ ও সহকর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় কবি হেলাল হাফিজের। এ সময় সুপার হোম কর্তৃপক্ষ বাথরুমের দরজা ভেঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়বেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন।