লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়ে শহরে পৌর ভবনে বৈঠক চলাকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া স্থানীয় সরকারের বেশ কয়েকটি দপ্তরেও হামলা চালায় দেশটি। এসব হামলায় নাবাতিয়ের পৌর মেয়র আহমদ কাহিসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (১৬ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আশপাশের বেশ কয়েকটি শহরেও আটটির বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় সম্পদের ক্ষতিসাধনের পাশাপাশি বেশ কয়েকজন নিহত হয়েছেন।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, নাবাতিয়ে শহরের সেবা ও সহায়তা পরিস্থিতি নিয়ে পৌরসভা পরিষদের বৈঠক চলছিল। তখনই ইসরায়েল ইচ্ছা করে এই ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।
হামলার বর্ণনা দিতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী একে ‘উন্মত্ত সন্ত্রাস’ বলে আখ্যায়িত করেন। এসময় তিনি জানান, মাত্র ৩০ মিনিটের ভেতরে কয়েকটি শহরে অন্তত নয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখার কথাও জানান তিনি।
ভয়াবহ হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়ে এলাকায় হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হইয়েছিল। খবর: বিবিসি