সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের স্বেচ্ছাচারিতা ও লাগামহীন লুটপাটের কারনে দেশ আজ অস্থিত্ব সংকটে পড়েছে। দেশে রিজার্ভ সংকটের কারণে আমদানি বন্ধ যাচ্ছে। তাই দেশের মানুষ বিএনপির কর্মসূচিতে একাত্মতাপোষণ করেছে।
তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটছে। সারাদেশের সমাবেশ জনসমাগম দেখে সরকার সিলেটের গণসমাবেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কোন প্রকার ষড়যন্ত্রই আগামী ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশের জনস্রোত ঠেকাতে পারবে না।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলা সদরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রচার মিছিল, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দেশের মানুষ অসহায় অবস্থায় আছে। এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল হক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এই সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে গতিশীল করে এগিয়ে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। জনগণ দেখিয়ে দিয়েছে কীভাবে লড়াই করে সমাবেশ সফল করতে হয়।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা আবুল কাহির চৌধুরী, আশিক উদ্দিন চৌধুরী, মামুনুর রশীদ মামুন,এডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, কামরুল হাসান শাহীন, আব্দুল লতিফ, পৌর বিএনপির সভাপতি নূরুল ইসলাম বুলবুল, এডভোকেট আবু তাহের, আখতার হোসেন রাজু, এডভোকেট মোস্তাক আহমদ, আজিজুল হোসেন, মাহবুব আলম, আবুল কাসেম, খসরুজ্জামান পারভেজ, দেলওয়ার হোসেন, আবুল বাশার প্রমুখ।